মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে বোরকা পরে আসায় কলেজে ঢুকতে দেয়া হয়নি বেশ কয়েকজন মুসলিম ছাত্রীকে।
বুধবার দেশটির উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহরের এসআরকে কলেজে এ ঘটনা ঘটে।
ভারতের উল্লেখযোগ্য সংবাদমাধ্যম এনডিটিভির বাংলামাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, বুধবার ফিরোজাবাদ শহরের এসআরকে কলেজে কয়েকজন বোরকা পরিহিত ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।
বিষয়টি স্বীকার করে এ বিষয়ে সংবাদমাধ্যমটিকে এসআরকে কলেজ জানিয়েছে, বোরকা পরে কলেজে প্রবেশের কোনো বিধান নেই। বোরকা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো ইউনিফরম নয়। তাই কলেজে তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
এসআরকে কলেজের প্রিন্সিপাল প্রভাস্কর রাই জানান, যেকোনো বিদ্যাপীঠে এটাই নিয়ম যে, আইডি কার্ড ও ইউনিফরম পরেই আসতে হয়। আমরাও সেই নিয়ম পালন করেছি। তারা ইউনিফরম পরে আসেনি, তাই তাদের প্রবেশ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। কলেজের ড্রেস কোডের মধ্যে বোরকা পরে না।
এর আগে ইউনিফরম ছাড়া অনেক শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে ও ক্লাস করতে দেখা গেছে এমন কথা জানালে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, হ্যাঁ আগের কর্তৃপক্ষ এ নিয়মে শিথিলতা দেখিয়েছিল। তাই সেই সময় ইউনিফরমবিহীন শিক্ষার্থীদের দেখেছেন আপনারা। তবে ১১ সেপ্টেম্বরের পর থেকে কলেজের সব শিক্ষার্থীকে আইডি কার্ড ও ইউনিফরম পরে আসা বাধ্যতামূলক করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, বুধবার বোরকা পরে এসেছিলাম বলে কলেজ চত্বরেই ঢুকতে দেয়নি গার্ডরা। কিন্তু এ ঘটনা আমার বেলায়ই ঘটল। আগে কখনও দেখিনি।
এ বিষয়ে ফিরোজাবাদ জেলা ম্যাজিস্ট্রেট বলেন, কলেজের ভেতরে ছাত্রীদের বোরকা পরতে না দেয়ার বিষয়টি পুরোটাই তাদের নিজস্ব ব্যাপার। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ইউনিফরমের ব্যাপারে সম্প্রতি ওই বিদ্যাপীঠটি বেশ কড়া আইন করেছে বলে জানি।
সূত্র: এই সময়, এএনআই, গালফ নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।