Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চাপ সইতে না পেরে মানসিক বিভাগের প্রধানের আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পরামর্শ ও মনস্তাত্ত্বিক সেবা বিভাগের নির্বাহী পরিচালক সকালে ফিলাডেলফিয়ায় আত্মহত্যা করেছেন।

গত মার্চে ইউপিইএনএনের বিভাগীয় প্রধানের দায়িত্ব নেন গ্রেগরি এলিস। ফিলাডেলফিয়ার জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র জেইমস গ্যারো বলেন, চিকিৎসাসংক্রান্ত পরীক্ষকের অফিস তার মৃত্যুকে আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে।-খবর এনবিসি নিউজের

শিক্ষার্থীদের দেয়া বিশ্ববিদ্যালয়ের এক বার্তায় তার আকস্মিক মৃত্যুর খবর দেয়া হয়েছে।

গ্রেগরি এলিসের মা জেনেট্টে এলিস-রিচ বলেন, গত কয়েক মাস ধরে তিনি খুব হতাশায় ভুগছিলেন। তার কর্মস্থল প্রত্যাশার চেয়েও কঠিন বলে তার কাছে মনে হয়েছে।

তিনি বলেন, ওই চাকরি স্ত্রী ও তিন সন্তান থেকে তাকে দূরে রেখেছে। স্ত্রীসহ তার সন্তানরা নিউইয়র্কের ইচাকায় বসবাস করেন।

ফিলাডেলফিয়া শহরের মূল কেন্দ্র সেন্টার সিটিতে যে ভবনটিতে তিনি বসবাস করতেন, সেখানেই মৃত্যু হয়েছে তার।

জানুয়ারিতে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, ক্যাম্পাসজুড়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রধান সহযোগিতার ভূমিকা রাখছেন ৫২ বছর বয়সী এলিস।

প্রাধ্যক্ষ ওয়েনডেল প্রিচিট বলেন, শিক্ষার্থীদের সুস্থতায় আসাদের সেবা উন্নয়নে তার দূরদৃষ্টি ও অভিজ্ঞতা অমূল্য।

বিশ্ববিদ্যালয়ের জীবনের সঙ্গে শিক্ষার্থীদের খাপ খাইয়ে নেয়া, ব্যক্তিগত ও পরিস্থিতিগত প্রতিকূলতাকে মানিয়ে চলা, কৌশলগুলো আয়ত্ত করাসহ ব্যক্তিগত এবং পেশাগত বিকাশের জন্য কাজ করে পরামর্শ ও মনস্তাত্ত্বিক সেবা বিভাগ।

২০১৩ সাল থেকে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে অন্তত ১৪ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত বছরে এক জরিপে দেখা গেছে, গত বছরে বিশ্ববিদ্যালয়টির পাঁচ শিক্ষার্থীর মধ্যে অন্তত একজন আত্মহত্যার কথা ভাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ