Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

পর্যটন শহর কক্সবাজার উন্নয়নে অংশিদার হতে চায় ‘জাইকা’

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৭ পিএম
পর্যটন নগরী কক্সবাজার পৌর এলাকার সার্বিক উন্নয়নের অংশিদার হয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করে সাহায্য সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী ‘জাইকা’। 
 
এ লক্ষ্যে দিনব্যাপী পৌরসভা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তাসহ জাইকা’র ২০ সদস্যের উচ্চ পদস্থ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। 
সভায় বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সরবরাহ প্ল্যান্ট স্থাপন, ব্রীজ, রাস্তা ও ড্রেনেজ সিস্টেম আধুনিকীকরণ এবং স্থানীয় জনগোষ্টির জীবন মানোন্নয়নে স্বাস্থ্যসেবাসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করে জাইকা।
 
এসময় কক্সবাজার পৌরসভার সাথে কাজ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পৌর পরিষদের পক্ষ থেকে জাইকা’র প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী কর্মকর্তাসহ প্রত্যেক সদস্যকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মেয়র মুজিবুর রহমান। 
 
উল্লেখিত প্রকল্পের অধিনে দেশের তিনটি সিটি কর্পোরেশন এবং একটি মাত্র পৌরসভার সাথে কাজ করছে জাইকা। আর সেই একটি পৌরসভা হলো কক্সবাজার। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাইকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ