Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেছারাবাদে জাইকার সহায়তায় ১১টি ইউনিয়ন অ্যাম্বুলেন্স প্রদান

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৪৫ পিএম

নেছারাবাদে দশটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মুমুর্ষ রোগী পরিবহনের জন্য ১০টি মিনি অ্যাম্বুলেন্স ও একটি ওয়াটার অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে। নেছারাবাদ উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান বুধবার দুপুরে ১১টি অ্যাম্বুলেন্স সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করেন। জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সীর (জাইকার) সহায়তায় ওই অ্যাম্বুলেন্স বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ, জাইকার ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর রূপন কুমার বসাক। উল্লেখ্য জাইকার উন্নয়ন প্রকল্পের সহায়তায় প্রত্যন্ত এলাকার রোগী বহনের জন্য ব্যাটারী চালিত অটো গাড়ীতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ মিনি অ্যাম্বুলেন্স স্থানীয়ভাবে তৈরী করে বিতরণ করা হয়।##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাইকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ