Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাডেমি কাপে গোগনগরের বড় জয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৩২ পিএম

বসুন্ধরা কিংস-বিএসএফএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয় পেয়েছে গোগনগর কেপিকে। বৃহস্পতিবার পল্টন ময়দানস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে শান্ত’র হ্যাটট্রিকে গোগনগর ৮-১ গোলে বিধ্বস্ত করে ভূঁইঞা এফএ’কে। শান্ত ছাড়াও শাওন ও ইনসান দু’টি করে এবং রোহিত একটি গোল করেন। দিনের প্রথম ম্যাচে ফেনী এফএ গোলশূণ্য ড্র করে এমকে গ্যালাকটিকো’র বিপক্ষে। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, মো. ইয়াহিয়া, আবু হাসান চৌধুরী প্রিন্স, এসএম জাহাঙ্গীর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখ গোলাম আকবর, আয়োজক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহিদুল আলম এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ