Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েক স্বামীর স্ত্রী হতে এক নারীকে বাধ্য করা হচ্ছে

ভারতে স্ত্রী সঙ্কট-১

দ্য টেলিগ্রাফ | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ভারতে স্ত্রী সঙ্কটের কারণে একজন নারীকে কয়েকজন স্বামীর স্ত্রী হতে বাধ্য করা হচ্ছে। উত্তর প্রদেশের বাঘপত জেলাকে ভারতে লিঙ্গ ভারসাম্যহীনতার কেন্দ্রস্থল বলে গণ্য করা হয়। এই ভারসাম্যহীনতার অনুপাত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে বলে জাতিসংঘ ২০১৪ সালেই হুঁশিয়ারি দিয়েছিল। ভারত সরকারের ২০১১ সালের আদম শুমারির তথ্য যে চিত্র ফুটে উঠেছে তা হলো সেখানে মেয়েদের চেয়ে ছেলে সন্তানের প্রতি অগ্রাধিকার দেয়া হয়। দেখা যায়, বাঘপতে এক হাজার পুরুষের বিপরীতে ৮৫৬ জন নারী রয়েছে।

উত্তর প্রদেশে মেয়ে ভ্রুণহত্যা রোধে লড়াই করছে এনজিও বাৎসল্য। এর পরিচালক ডা. নীলম সিং বলেন যে তখন থেকে নারী-পুরুষের সংখ্যার এই ব্যবধান আরো বেড়েছে। তিনি বলেন, ২০২১ সালের আদম শুমারির রিপোর্ট প্রকাশ পাবে। আমাদের বিশ্সবা যে এ রিপোর্টে দেখা যাবে যে লিঙ্গ ব্যবধান আরো বেড়েছে ও দ্রুত বেড়েছে।

এনজিও নবোদয়া কল্যাণ সমিতির দেবেন্দ্র কুমার ধামা বলেন, আমাদের অঞ্চলে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নশ্রেণির পরিবারের বাড়িগুলোতে গেলে আপনি কোনো মেয়ে দেখতে পাবেন না। তার গবেষণায় দেখা যায়, যে নারী-পুরুষের সংখ্যার অসমতা আরো বেড়েছে। এখন এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা সাতশ।

ভারতীয় আইনে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ ও মেয়ে ভ্রুণের গর্ভপাত করানো বেআইনি। কিন্তু কেউ তা মানে না। বিশেষ করে বাঘপতে। মেয়ে সন্তান নিতে চায় না অনেকেই। তাই সেখানে মেয়ের সংখ্যা কম। সে কারণে বাঘপতে গরিব কোনো পরিবারের পুরুষের জন্য কনে পাওয়া যায় না। এ অবস্থায় উত্তর প্রদেশের বাইরে অন্য কোনো রাজ্য, বিশেষ করে আসাম থেকে অত্যন্ত গরিব পরিবার থেকে কনে কিনে আনা হয়। তারা একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু ওই নারীকে আরো কয়েকজনের স্ত্রী রূপেও কাজ করতে হয় যা বহুস্বামীত্ব নামে পরিচিত। এটা মূলত ব্যভিচার। কিন্তু একজনের বিয়ের আবরণে এই ব্যভিচার সেখানে চলে। কেউ এর প্রতিবাদ করে না। এমনকি এনজিওগুলোও নয়। আইন সেখানে কাজ করে না।

ধামা মনে করেন, লিঙ্গ ব্যবধান ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় ২০১১ সাল থেকে এই পন্থা বৃদ্ধি পেয়েছে। তার হিসেবে, জেলার আনুমানিক দুই হাজার ১০০ নারী এই পন্থায় সম্পৃক্ত। তিনি বলেন, তারা অধিকাংশই ভীষণ শারীরিক ও যৌন নির্যাতনের শিকার। বিয়ের প্রথম দিন থেকেই এ অভিজ্ঞতার শিকার হয়েছেন মজিদা নামের এক নারী। তার জন্ম উত্তরাখন্ডে। তার বাবা-মা দু’জনই আইসক্রিম বিক্রি করেন। কিন্তু তাতে সন্তানদের ঠিকমত খাবার জোটে না। তারা মনে করেছিলেন যে মজিদাকে বিয়ে দিলে সে খেয়ে পরে বাঁচবে। ১৭ বছর বয়সে উত্তর প্রদেশের এক লরি ড্রাইভারের সাথে তার বিয়ে দেয়া হয়। তার স্বামীর পরিবার কনে সঙ্কটের কারণে অন্য দুই ছেলেকে বিয়ে দিতে পারেনি।

শিগগিরই মজিদা তার স্বামীর বড় দুই ভাইয়েরও স্ত্রীতে পরিণত হন যাদের তিনি বা তার পরিবার চিনতেন না। মজিদা প্রথমে এতে রাজি না হলে তাকে ধর্ষণ ও মারধর করা হয়। তিনি টেলিগ্রাফকে জানান, তারা আলাদা আলাদা দিনে আমার কাছে আসে। কে কোনদিন আসবে তা তারাই ঠিক করে। মজিদা দুই সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু কোন ভাই যে তাদের বাবা তা তিনি জানে না।

মজিদার পরিবার এই অত্যাচারের কথা জানে এবং পুলিশকে তারা জানিয়েছেও। কিন্তু এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে টাকা দিতে হয়। সে টাকা দেয়ার সামর্থ্য তাদের নেই বলে কোনো ফল হয়নি। যেহেতু তারা অন্য রাজ্যের লোক তাই এ বিষয়টি তদন্ত করে দেখতে তাদের পুলিশকে টাকা দিতে হবে। মজিদা বলেন, তার মত একই পরিস্থিতির শিকার কয়েকজন নারীর কথা তিনি জানেন।

অ্যাকশন এইড ইন্ডিয়ার প্রোগ্রাম ম্যানেজার খালিদ চৌধুরী বলেন, উত্তর প্রদেশের পশ্চিমাংশে এই ‘বহুস্বামী’ প্রথা চালু আছে। এই পরিস্থিতির শিকার নারীর অবস্থা অত্যন্ত করুণ ও নিরাপত্তাহীন। তাদের সাথে ক্রীতদাসীর মত আচরণ করা হয়। প্রকৃতপক্ষেই তারা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে। যেহেতু এখানে একটি বিয়ের ছাপ পড়ে তাই তা অপরাধ হিসেবে গণ্য হয় না। (আগামী সংখ্যায় শেষ হবে)



 

Show all comments
  • মহররম আলী ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৫ এএম says : 0
    রাসুল (স.) বলেছেন, তোমাদের কেউ যেন জাহেলিয়াতের যুগের ন্যায় কন্যা সন্তানদের জীবিত কবর না দেয়, তাদের তুচ্ছ মনে না করে এবং পুত্র সন্তানদের কন্যা সন্তানদের ওপর প্রাধান্য না দেয় তাহলে সে জাান্নাতে যাবে। আল হাদিস।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ নজরুল ইসলাম ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৬ এএম says : 0
    ভারত একটা আজব রকমের ফালতু দেশ, এরা এই যুগে এসেও সভ্য হতে শেখেনি। কবে যে ওরা সভ্য হবে আল্লাহই ভালো জানেন।
    Total Reply(0) Reply
  • তাজিম শেখ ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৭ এএম says : 0
    কি আজব!! যারা কন্যা সন্তানের ভ্রণ নষ্ট বরে তারা বিয়ে করে কোন যুক্তিতেঅ তাদের তো বিয়ে করার কোনো রাইটস নাই।
    Total Reply(0) Reply
  • সাইফুল কবির ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৮ এএম says : 0
    এ যে দেখি আইয়ামে জাহেলিয়াত শুরু হয়ে গেছে, তাও পার্শ্ববতী দেশে। ওরা কত বরবর ও অসভ্য।
    Total Reply(0) Reply
  • রাবেয়া বসরি ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৯ এএম says : 0
    হে আল্লাহ এটা কি সংবাদ পড়লাম, মানুষ আবার দেখি অন্ধকার যুগে ফিরে গেছে।
    Total Reply(0) Reply
  • Mizan ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২৮ পিএম says : 0
    Islam do not agree,
    Total Reply(0) Reply
  • Md Abdullah ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৫ পিএম says : 0
    মানুষ এত যে, নীচে নামতে পারে তা আমি আগে জানতাম না, কিন্তু এখন জানলাম। একটি মেয়ে কখনও দুই/তিন পুরুষের স্ত্রী হতে পারে না।
    Total Reply(0) Reply
  • Abul Hossain ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ৩:১৩ পিএম says : 0
    India akta borbor jati
    Total Reply(0) Reply
  • M ismail Kabir Ahmed ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৩৬ পিএম says : 0
    kiyamater Alamat Etihashe Ace eirakam Jehalat duniyate chalo hobe kiyamater age
    Total Reply(0) Reply
  • ইমরান আহমেদ ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৫৩ এএম says : 0
    খুব খারাপ কথা
    Total Reply(0) Reply
  • rezaul ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫২ পিএম says : 0
    আল্লাহ সময় মত সঠিক বিচার করনে ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • আনোয়ার আলী ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪০ এএম says : 0
    এজন্যইতো ইসলামী শাসনের দরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ