মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের হরিয়ানা রাজ্যের সোনেপত জেলার একটি মসজিদ সংলগ্ন কক্ষে এক ইমাম এবং তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। রাজ্যটির পুলিশ রোববার জানিয়েছে, মালিক মজরি এলাকা থেকে এই দুই লাশউদ্ধার করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। জানা গেছে, নিহত ইমামের নাম ইরফান (৩৮) এবং তার স্ত্রীর নাম ইয়াসমিন (২৫)। তারা পানিপত জেলার মোহালি গ্রামের বাসিন্দা। তারা গত বছর দিল্লিতে বিয়ে করেন। নামাজিরা মসজিদটিতে রোববার ফজরের নামাজ আদায় করতে গিয়ে লাশগুলো দেখেন। এক স্থানীয় বাসিন্দা জানান, ধারালো অস্ত্র দিয়ে এই দম্পতিকে খুন করা হয়েছে। তবে এই গ্রামের কারও সঙ্গে তাদের দ্ব›দ্ব ছিল না। তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় গ্রামবাসীদের দুই পক্ষ একটি জমি নিয়ে বিবাদ করছিল। তখন ইমাম তাদেরকে শান্ত হতে বলেন। এক পক্ষ তাকে হুমকি দেন। আমাদের ধারণা পক্ষটি তাদেরকে খুন করেছে বলেও উল্লেখ করেন মালিক মজরি এলাকার এই বাসিন্দা। ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট জিতেন্দার সিংহ জানান, তারা ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন। এদিকে ময়নাতদন্তও হয়ে গেছে। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে হত্যার ঘটনাটি তদন্ত শুরু করেছি। কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।