মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ায় পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের গোষ্ঠীর মিছিলের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দেশটির শিয়া গোষ্ঠী অভিযোগ করেছে। খবর আল-জাজিরার।
ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া (আইএমএন) নামের ওই শিয়া গোষ্ঠীর এক মুখপাত্র ইব্রাহিম মুসা বলেছেন, মঙ্গলবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা, বাউচি, গম্বে, সকতো এবং কাটসিনা অঞ্চলে মিছিলরত শিয়া সম্প্রদায়ের লোকদের গুলি করে হত্যা করা হয়।
এছাড়া পুলিশের হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। গত জুলাইতে আইএমএন নাইজেরিয়াতে নিষিদ্ধ করা হয়।
বুমবার্গের খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। এছাড়া রাজধানী আবুজায় আশুরার শোক মিছিল করতে দেওয়া হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।