মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে পৃথক দুই হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলের সানমাতেঙ্গা প্রদেশে একটি খাদ্যবাহী গাড়িবহর ও একটি ট্রাকে এ দু’টি হামলা হয়।
সরকারের বিবৃতিতে বলা হয়, একটি খাদ্যবাহী গাড়িবহরে ‘সন্ত্রাসী’ হামলায় ১৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে বিস্ফোরকযন্ত্রের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
সানমাতেঙ্গা অঞ্চলের সুরক্ষা নিশ্চিতের কাজ চলছে জানিয়ে বুরকিনা ফাসো সরকার বলছে, ওই অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
এক সময় বুরকিনা ফাসো ছিল শান্ত এক জনপদ। সম্প্রতি প্রতিবেশী দেশগুলো থেকে মুসলিম পরিচয়ধারী চরমপন্থিরা এখানে ঘাঁটি গাড়ে। কয়েক বছর ধরে পার্শ্ববর্তী দেশ মালিতে চলমান জাতিগত সহিংসতাও বুরকিনা ফাসোকে আজকের সহিংস পরিস্থিতিতে নিয়ে এসেছে। ফলে প্রায়ই এখানে হামলার ঘটনা ঘটে। এর আগে গত মাসেই বন্দুকধারীদের হামলায় বুরকিনা ফাসোর ২৪ নাগরিক প্রাণ হারান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।