Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুরকিনায় সেনা অভ্যুত্থান উড়িয়ে দিলো সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীর সামরিক ঘাঁটিসহ একাধিক জায়গায় গোলাগুলিকে কেন্দ্র করে অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়ে। তবে অভ্যুত্থানের খবর উড়িয়ে দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী ওয়াগাদুগুরের দুটি সেনা ব্যারাকসহ কয়েকটি জায়গায় গোলাগুলির খবর পাওয়া গেছে। কিন্তু সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করেনি। রবিবার যে অস্থিরতা দেখা দিয়েছিল তা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি সরকারের। কয়েকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানায়, তারা প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবারের বাড়ির আশপাশে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পায়। মাথার ওপর দিয়ে সামরিক হেলিকপ্টার উড়ে যেতে দেখে বলেও জানায়। এর আগে, এক বিদ্রোহী সেনা বার্তা সংস্থা এপিকে ফোনের মাধ্যমে বলেন, প্রেসিডেন্টশিয়াল প্যালেসের কাছাকাছি প্রচণ্ড গোলাগুলি চলছে। তবে এপি তার এমন বক্তব্য স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি। এসব ঘটনার মধ্যে দিয়ে রবিবার টেলিভিশনে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আইমি বার্থেলেমি সিম্পো অভ্যুত্থানের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বন্দুক যুদ্ধের ঘটনা অস্পষ্ট বলেও দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়নি। দেশের কোনও প্রতিষ্ঠান হুমকির মুখে নেই। আমরা এখন পর্যন্ত জানি না, হামলার পেছনের উদ্দেশ্য কী। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক সেনা ব্যারাকে ফিরে গেছেন। এর আগে, রোববার দেশটির কয়েকটি সেনা শিবিরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটলেও সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে, তা অস্বীকার করেছে বুরকিনা ফাসোর সরকার। রয়টার্স বলছে, সোমবার সকালের দিকে প্রেসিডেন্টের বাসভবনের কাছে প্রেসিডেন্টের বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে। এর মধ্যে একটি গাড়িতে রক্তের দাগ ছিল। প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের বাসিন্দারা বলেছেন, তারা রাতভর ভারী গোলাগুলির শব্দ শুনেছেন। রয়টার্স, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুরকিনায় সেনা অভ্যুত্থান উড়িয়ে দিলো সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ