প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা আল পাচিনো জানিয়েছেন লোকেশনে শুটিংয়ে অংশ নেয়ার প্রস্তুত ছিলেন না বলেই তিনি ‘অ্যাপোক্যলিপ্স নাউ’ চলচ্চিত্রের অফার ফিরিয়ে দিয়েছিলেন। ভিয়েতনাম যুদ্ধে নিয়ে ফ্রান্সিস ফোর্ড কোপোলা পরিচালিত এপিক চলচ্চিত্রটিতে তাকে ক্যাপ্টেন বেনজামিন উইলার্ডের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। ১৯৭৯ সালে মুক্তি পাবার পর চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসা লাভ করে। চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়ে প্রথমে খুব খুশি হলেও যখন জানতে পারেন শুটিংয়ের জন্য তাকে ফিলিপাইনে যেতে হবে, তিনি তা আর গ্রহণ করেননি। পরে মার্টিন শিন প্রস্তাব গ্রহণ করেন। এম্পায়ার সাময়িকীকে পাচিনো বলেন : “আমি চরিত্রটি করার জন্য ঠিক প্রস্তুত ছিলাম না। আমি তখন জীবনের এক বিশেষ পর্যায়ে ছিলাম এবং এই চলচ্চিত্রের জন্য বাইরে যাবার জন্য প্রস্তুত ছিলাম না।” পাচিনো জানান কোপোলা সে সময় রসিকতা করে বলেছিলেন তিনি বাড়ির আরামে থেকই কাজ করতে বেশি আগ্রহী। পাচিনো (৭৯) বলেন : আমার মনে আছে কোপোলা সেই সময় বলেছিলেন,’ তার বাড়িতে শুটিং না করলে পাচিনো সেই ফিল্মে কাজ করে না।’ আমি বলেছিলাম, ‘ঠিক আছে, আমার বড়িতে এসে পড়ুন। আমরা এখানেই ‘অ্যাপোক্যলিপ্স নাউ’ নির্মাণ করব দেখবেন আমরা কোথায় যেতে পারি’।” উল্লেখ্য ১৯৭৬ সালে ‘অ্যাপোক্যলিপ্স নাউ’ নির্মাণ শুরু হলে মে মাসের ওলগা টাইফুনে দেশটি বিপর্যস্ত হয়ে পড়ে এবং ফিল্মের সেটও বিধ্বস্ত হয়। নির্মাণে দীর্ঘ দুই বছর ব্যয় হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।