Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জৈন ধর্মের রীতি মানতে গিয়ে না খেয়ে তরুণীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৯ পিএম

সম্প্রতি শেষ হয়েছে জৈন ধর্মের বিশেষ অনুষ্ঠান। আটদিন ব্যাপী এই উৎসবে প্রধান হলো উপোস। এবছর ২৭ অগস্ট থেকে শুরু হয়েছিল উৎসব। আর এই উপোসের ফলেই প্রাণ হারালেন ২৫ বছরের একতা আশুভাই গালা। প্রথামতো ২৭ তারিখ থেকেই উপবাস শুরু করেছিলেন মুম্বাইয়ের বাসিন্দা একতা। টানা আটদিন উপবাসের পর বুধবার সকালে তিনি মারা যান। উপবাস শুরুর দুদিন পরই তিনি অসুস্থ বোধ করেন।

তখন চিকিৎসক এবং জৈন মহারাজ তাঁকে পরামর্শ দিয়েছিলেন সারাদিন উপবাসে না থেকে দিনের একটা সময় উপবাস ভঙ্গ করে কিছু খেতে। জৈন মতে যাকে বলা হয় একাসান্না উপোস। কিন্তু একতা এই পরামর্শে রাজি হননি। অসুস্থ শরীর নিয়েই টানা উপবাস রাখেন। এমনকী তাঁর আত্মীয় পরিজনরাও অনেক অনুরোধ করেছিলেন। বুধবার মধ্যরাত থেকে আরও অসুস্থ হয়ে পড়েন একতা। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ন্যূনতম চিকিৎসার সময়টুকুও দেননি। সূত্র- ডিএনএ, এইসময়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ