বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাস্টমারের লাথিতে এক মোবাইল দোকান মালিকের ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দশ টার দিকে রাণীশংকৈল পৌরশহরের দাসপাড়া সংলগ্ন মার্কেটে এ ঘটনার সূত্রপাত । নিহত ব্যক্তির নাম মানিকচন্দ্র দাস। এ ঘটনায় পুলিশ রাতভর খোঁজাখুজি করে রোববার ভোরের দিকে মূল অভিয্ক্তু আনোয়ার হোসেনসহ ২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সম্প্রতি রাণীশংকৈল পৌর শহরের দাসপাড়া সংলগ্ন রুস্তম মার্কেটে ভূবদেব চন্দ্র দাশের মোবাইল দোকান থেকে উপজেলার মৃত আইনুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০)একটি মোবাইল ফোন কেনেন। কিন্তু মোবাইলে ঠিকমত চার্জ না হওয়ার কারণে তিনি শনিবার রাত দশটার দিকে তার ফোনে চার্জ না হওয়ার বিষয় টি জানালে এ সময় দোকান মালিক তার চার্জার দিয়ে পরীক্ষা করে জানান, চার্জ ঠিকই আছে। কিন্তু আনোয়ার হোসেন দোকানদারের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে এ নিয়ে দোকানদার ভূদেবের সাথে তার বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ দিকে দোকানমালিকের বড়ভাই মানিকচন্দ্র দাশ ঘটনাস্থলে এসে কাস্টমার আনোয়ার কে নিবৃত্ত করার চেষ্টা করলে তিনি মানিকচন্দ্র কে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই পড়ে গিয়ে জ্ঞান হারান মানিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে রেফার্ড করেন। এ্যাম্বুলেন্স যোগে যাওয়ার পথে রাণীশংকৈল এর গোগর চৌরাস্তা মোড়ে রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যর কোলে ঢলে পড়েন মানিক চন্দ্র দাশ।
এঘটনায় ওসি তদন্ত খায়রুল আনাম ডনের নেতৃত্বে থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে রোববার ভোরের দিকে পীরগঞ্জ উপজেলা থেকে আনোয়ার হোসেন ও জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করে। রবিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠায়।
নিহতের পারিবারিক সূএে জানা যায়, মৃত মানিকচন্দ্র হাই প্রেসার ও ডায়াবেটিস এর রোগী ছিলেন। খবর পেয়ে রাণীশংকৈল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর মর্গে পাঠান, এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ওসি তদন্ত খয়রুল আলম ডন জানান, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে কি কারণে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।