বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীতে মাদক কেনার টাকা না পেয়ে সাব্বির আলী (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরের উত্তর হাড়োয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের সাদেকুর রহমানের ছেলে।
নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী বলেন, সাব্বির সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়ে। শুক্রবার তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। ওই টাকা না পেয়ে সন্ধ্যায় বাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতে শোয়ার ঘরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।
তিনি জানান, সাব্বিরের বাবা চটপটি দোকানের কর্মচারী। মা ছাত্রাবাসে রান্নার কাজ করেন।
এলাকাবাসী জানায়, তার মা রান্নার কাজ শেষে শুক্রবার রাত ৯টার দিকে বাড়িতে ফিরে ঘরে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সাব্বিরের মৃত্যুর বিষয়টি জানতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।