Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে নাদাল-মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪৭ পিএম | আপডেট : ৬:৫৫ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০১৯

ক্যারিয়ারের ১৯তম শিরোপা জয়ের শেষ ধাপে পৌঁছেছেন রাফায়েল নাদাল। ইউএস ওপেনের সেমি-ফাইনালে মাত্তেও বেরেত্তিনিকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন প্রতিযোগিতাটির তিনবারের চ্যাম্পিয়ন।

বাংলাদেশ সময় শনিবার সকালে নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোয় ইতালির বেরেত্তিনিকে ৭-৬ (৮-৬) ৬-৪ ৬-১ গেমে হারান স্প্যানিশ দুই নম্বর বাছাই। টেনিস ইতিহাসে পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড ¯ø্যাম জয়ী ৩৩ বছর বয়সী তারকা রোববারের ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন।

শেষ চারের প্রথম ম্যাচে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৭-৬ ৬-৪ ৬-৩ গেমের সরাসরি সেটে হারিয়ে স্বপ্নের ফাইনালে পা রাখেন মেদভেদেভ। এর আগে ২৩ বছর বয়সীর গ্র্যান্ড স্ল্যাম সর্বোচ্চ সাফল্য ছিল গত অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় ওঠা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিস

১৮ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ