Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ইক্ষু গবেষণা কেন্দ্রের কেয়ারটেকারের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ২:২২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ইক্ষু গবেষণা কেন্দ্রের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত কেয়ারটেকার মাগুড়া জেলার পারনন্দাইল উপজেলার সারংবদিয়া গ্রামের মৃত আহমেদ চৌধুরীর পুত্র কুতুব উদ্দিন (৪২) বলে জানাগেছে।

পুলিশ জানায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের ভগবানপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বাংলাদেশ সুগার মিল গ্রæপ অব ইন্টাস্ট্রির নির্মাধীন ইক্ষু গবেষণা কেন্দ্রের শ্রমিকরা শনিবার সকালে কাজ করতে এসে কেয়ারটেকার কুতুব উদ্দিনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষিয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ