Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল কর্মকর্তা নিহত

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪২ পিএম | আপডেট : ২:৫৮ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০১৯

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল’র কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তিনি আরএফএলল’র সিলেটে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কমর্রত ছিলেন। গতকাল শনিবার ভোরে টঙ্গীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, শনিবার ভোর রাতে সাড়ে ৪টার দিকে কামরুল ইসলাম সিলেট থেকে অফিসের কাজে টঙ্গী কলেজ গেট এলাকায় আসেন। বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তার হাতে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে কলেজ গেট এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শার্টের পকেটে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ