মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গাড়ি চালু না হওয়ায় নিজের শখের গাড়িকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলেন ওই গাড়ির মালিক। পাশে দাঁড়িয়ে সেই ছবি মোবাইলে ভিডিও করলেন করলেন তারই এক বন্ধু। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে। গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির মালিক ইন্দ্রজিৎ সিং জাদেজা ও তার বন্ধু নিমেষ গোহেলকে। দাউদাউ করে গাড়ি জ্বলার সেই ভিডিওটি ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া টিকটক-সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গলায় সোনার চেইন পরিহিত এক ব্যক্তি তার নিজের গাড়িতে পেট্রোল ঢালছেন এবং তার পরেই জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ছুড়ে দিয়েছেন। পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর অটো যন্ত্রাংশের ব্যবসায়ী জাদেজা তার গাড়িটি নিয়ে বের হন। এরপর রাজকোটের ব্যস্ততম কোঠারিয়া রোডের উপর রাখা গাড়িটিকে একাধিকবার চেষ্টা করেও চালু করতে পারছিলেন না। স্বভাবতই বিরক্তবোধ করেন জাদেজা। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু নিমেষকে জানান সে ওই গাড়িতে অগ্নিসংযোগ ঘটাবেন। জাদেজার কথা শুনে কিছুটা হতবাক হয়ে পড়েন নিমেষ। তিনি জানতে চান সত্যিই জাদেজা এমনটি করতে চান কিনা? উত্তরে জাদেজা জানান, তিনি যা সিদ্ধান্ত নিয়েছে তাই করবেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।