Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুনাফার ১% দিয়ে স্টার্ট আপ ফান্ড গঠনের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ব্যাংকের বার্ষিক নিট মুনাফার এক শতাংশ দিয়ে নিজস্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামাস (এসএমইএসপিডি) বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকসমূহ থেকে তাদের বাৎসরি নিট মুনাফা হতে ১ শতাংশ ¯ ’ানন্তরপূর্বক নিজস্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করবে। ব্যাংকসমূহ ২০২১ সাল হতে পরবর্তী পাঁচ বছর সময়ে প্রতি বছর তাদের নিট মুনাফা (নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী) হতে ১ শতাংশ হারে স্টার্ট-আপ উদ্যোক্তাদের অনূকূলে বিতরণের লক্ষ্যে তহবিল হিসেবে সংরক্ষণ করবে। ২০২০ সালের ডিসেম্বরভিত্তিক বাৎসরিক হিসাব চূড়ান্তকালে নিট মুনাফা হতে বাধ্যতার্মলভাবে উক্ত ১ শতাংশ তহবিল স্থানান্তর শুরু করতে হবে। এতে আরও বলা হয়েছে, স্টার্ট-আপ ফান্ড সংক্রান্ত এসএমইএসপিডি সার্কুলার নং ০৪, ২৯ মার্চ ২০২১ এ বর্ণিত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে চলতি বছর নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে চার শতাংশ সুদে জামানতবিহীন ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা। একজন গ্রাহক সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ নিতে পারবেন এ তহবিল থেকে। নতুন উদ্যোক্তা তৈরি এবং স্ব-কর্মসংস্থান উৎসাহিত করতে ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে নীতিমালা বলা হয়েছে।
চলতি বছরের ২৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনসহ সার্বিক বিষয়ে নীতিমালা জারি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টার্ট আপ ফান্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ