Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টার্টআপ প্রতিষ্ঠান ডি-মানি

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অনুদানপ্রাপ্ত স্টার্টআপ প্রতিষ্ঠান ডি-মানি লি. অতি শীঘ্রই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সিনটেক’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরেফ আর. বশির এবং মাইক্রোসফট বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির মিলে ফিন্যান্সিয়াল টেকনোলজি (ফিনটেক)-ভিত্তিক প্রতিষ্ঠান দি মানি বাংলাদেশ লি. প্রতিষ্ঠা করেন। শুরুতেই উদ্দীপন অ্যানার্জি লি. (ইউইএল)-এর সঙ্গে একটি চুক্তি করেছে ডি-মানি। চুক্তি অনুযায়ী, বাংলাদেশে উদ্দীপনের সেবাগ্রহণকারীদের ডিজিটাল কারেন্সি পেমেন্ট নেটওয়ার্ক সেবা দিবে ডি-মানি। বাংলাদেশের এমএফআই সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সৃষ্টিশীল সেবা প্রদান করবে দি মানি ও উদ্দীপন। দ্রততার সঙ্গে দি মানি নিজেদের টিম বড় করছে যাতে করে সারা দেশে জরিপ করার কাজ সহজে সম্পন্ন করা যায়। এতে করে নিজেদের সফটওয়্যার উন্নয়নে অনুদানের অর্থ বিনিয়োগ করা যাবে উপযুক্ত পরিমানে। অর্থনৈতিক খাতে ডি-মানি এবং ইউইএল ব্যাংকিং সিস্টেম বিষয়ক সেবা প্রদান করবে যার ফলে অর্থের প্রকৃত গুরুত্ব উন্নত প্রযুক্তিগত নিরবচ্ছিন্নভাবে দেয়া সম্ভব হবে। উদ্দীপনের সেবাগ্রহীতাদের মধ্যে যারা অর্থের লেনদেন কোনো ইলেক্ট্রনিক বা ব্যাংকিং উপায়ে করেন না তারা লোন ব্যয়ন সংগ্রহ, টাকা জমার রশিদ কিংবা টাকা ফেরত, এজেন্ট ব্যাংকিং, মার্চেন্ট ক্রয় নিবন্ধণ, ইন্সুরেন্স প্রিমিয়াম সংগ্রহ, অভিযোগ গ্রহণ এবং বিল পরিশোধ করতে পারবেন ডি-মানি প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে। এমনকি সেবাগ্রহণকারীরা নিজেদের ফিচার ফোনের মাধ্যমেও ডি-মানি প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থনৈতিক বিষয়ক সেবা পাবেন। এছাড়া ইলেক্ট্রনিক কেওয়াইসি কম্পায়েন্স, ই-কমার্স এবং নন কোর ফিন্যান্সিয়াল সার্ভিস দিবে ডি-মানি। ডি-মানি’র ওয়ালেট কিংবা সেবা নিতে গ্রহীতাদের স্মার্টফোন এমনকি ইন্টারনেট ব্যবহারের কোনো প্রয়োজন নেই। নিরাপদ ডি-মানি এনএফসি প্রযুক্তিসম্পন্ন চিপ ও পিন কার্ড ব্যবহার করে উক্ত অর্থনৈতিক বিষয়ক সেবা গ্রহণ করা যাবে। ডি-মানি ব্যবহার করার ফলে অর্থ লেনদেনের জন্য কোনো ব্যাংকেও যেতে হবে না গ্রাহকদের। মাইক্রোসফট বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, আমি পরমানন্দের সঙ্গে জানাতে চাই যে, ১০০ ভাগ দেশীয় সফটওয়্যারের মাধ্যমে মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে আমরা এটিকে বিশ্ব বাজারে সমাদৃত করার পরিকল্পনা গ্রহণ করেছি। বাংলাদেশে নারীদের মাঝে প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে আমি সবসময়ে দৃঢ়-প্রতিজ্ঞ ।
স আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টার্টআপ প্রতিষ্ঠান ডি-মানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ