Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কিশোরীদের প্রথম প্রস্তুতি ম্যাচ শুক্রবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৪২ পিএম

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বে খেলতে বর্তমানে থাইল্যান্ডের চোনবুড়িতে অবস্থান করছে বাংলাদেশ কিশোরী ফুটবল দল। চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চান মারিয়া মান্ডারা। সেই লক্ষ্যে বাংলাদেশের বয়সভিত্তিক কিশোরী দল টুর্নামেন্ট শুরুর দশদিন আগেই চোনবুরিতে গেছে। সেখানে তারা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যার প্রথমটি অনুষ্ঠিত হবে শুক্রবার। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চোনবুড়ি এফসি নারী দল। বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচটি শুরু হবে। একই দলের বিপক্ষে আগামী ৯ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন মারিয়া মান্ডরা। বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ ১১ সেপ্টেম্বর। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ কাসেতসার্ট বিশ্ববিদ্যালয় নারী ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে টানা দ্বিতীয় বারের মতো খেলছে বাংলাদেশ কিশোরী দল। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের চোনবুড়িতে শুরু হবে টুর্নামেন্টের খেলা। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ৮ জাতির এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলছে লাল-সবুজরা। গ্রুপে তাদের সঙ্গী হয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো। ‘বি’ গ্রুপে খেলছে- দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও চীন। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ভালো শুরুর প্রত্যাশা বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের। এরপর ম্যাচ বাই ম্যাচ নিজেদের সেরা খেলা উপহার দিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য লাল-সবুজের কিশোরীদের। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কিশোরী দলের অধিরায়ক মারিয়া মান্ডা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ