চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
উত্তর : পারবেন। কেননা, জোহর আপনার ওপর ফরজ। জুমাও জোহরেরই অন্যরূপ। নামাজও দু’রাকাত। সুতরাং মুসাফির ব্যক্তি স্থায়ী বাসিন্দাদের নিয়ে জুমা পড়তে পারেন।
প্রশ্ন : আমরা ৬ জন মিলে সমিতির মাধ্যমে ১টি জমি ক্রয় করি ৫বছর আগে। বর্তমানে ঐ জমির মূল্য কিছুটা বৃদ্ধি হয়েছে। আমি কি এই জমির ছাদকা দিতে হবে? একক ভাবে আমার অংশে ?
তৌহিদ ইসলাম, ইমেইল থেকে
উত্তর : বিক্রয় বা ব্যবসার উদ্দেশ্যে জমিটি কেনা হয়ে থাকলে এটি ব্যবসা পণ্য। জমি নয়। সুতরাং প্রতি যাকাত বর্ষে আপনার একক পরিমাণের ছাদকা বা যাকাত আপনাকে দিতে হবে। যখন যে বাজার দর থাকে সে হিসাবে। আর যদি বিক্রয়ের উদ্দেশ্যে কেনা না হয়, তাহলে জমির যাকাত দিতে হবে না। তা থেকে পাওয়া অকৃষি আয়ের যাকাত দিতে হবে। কৃষি আয়ের ওশর দিতে হবে। ওশর মানে এক দশমাংশ। যদি সেচ ছাড়া ফসল হয়। সেচ দিতে হলে, যাকাত বা ওশর আসবে বিশ ভাগের এক ভাগ।
প্রশ্ন : এক হুজুর বলেছেন নামাজে নিয়ত করার সময় হাত সিনা পর্যন্ত উঠালেই হয় তবে হাতের তালু অবশ্যই কিবলামুখী হতে হবে। আবার কোন কোন মসজিদে দেখছি ইমামসহ সকল মুসল্লি হাত কান স্পর্শ করছে উপরন্তু হাতের তালু কানের দিকে করা। এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ জানতে চাচ্ছি।
মোস্তাফিজুর রহমান
ইমেইল থেকে
উত্তর : আপনি নানারকম তাকবীর বা নিয়ত দেখেছেন। সুন্নাহ সম্মত পদ্ধতি হচ্ছে, হাতে তালু কিবলামুখী রাখা এবং দু’হাত কানের লতি বরাবর কাঁধ পর্যন্ত তোলা। তাকবীর বলে হাত বাঁধা। লতি স্পর্শ করার প্রয়োজন নেই, হাতের তালু থাকতে হবে কিবলামুখী। কাঁধ পর্যন্ত তুললে বুক পর্যন্ত এমনিতেই হয়ে যায়।
-আল্লামা মুফতী উবায়দুর রহমান খান নদভী
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।