মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের নতুন সন্ত্রাস বিরোধী আইনে এককভাবে জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার এবং লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাইদকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে। একমাস আগে ইউএপিএ ১৯৬৭ সালের করা আইনের সংশোধনী সংসদে পাশ করে ভারত সরকার। এই সংশোধনীর ফলে কোনও একক ব্যক্তিকে ‘জঙ্গি’ ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়। এর পরেই এই ঘোষণা দেওয়া হয়েছে। খবর দ্য ডন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে যে, মাওলানা মাসুদ আজাহার সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত এবং উক্ত আইনে মাওলানা মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা হয়েছে। এছাড়াও ২০০৮ সালে হওয়া মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিলেন হাফিজ সাইদ। অন্যদিকে পুলওয়ামা হামলা এবং ২০০১ সাংসদে হামলার মূলহোতা হিসেবে মাসুদ আজহারের নাম উল্ল্যেখ করে এই দুইজনকে জঙ্গি ঘোষণা করে ভারত।
এর প্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই, সন্ত্রাসবাদ মানবতার বিরোধী, এর বিরুদ্ধে কঠোর আইনকে সবার সমর্থন করা উচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।