Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে মানবাধিকার লংঘন : স্বচ্ছ তদন্তের তাগিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লংঘনের ঘটনায় স্বচ্ছ তদন্তের তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে এ বিষয়ে তাগিদ দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে গত ৭ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে উদ্বেগের কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের কাশ্মীরি অধ্যুষিত একটি অঞ্চলের এমপি স্টিভ বেকার-এর প্রশ্নের উত্তরে ডমিনিক রাব বলেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে কোনও অভিযোগের অবশ্যই ‘প‚র্ণাঙ্গ, তাৎক্ষণিক ও স্বচ্ছ’ তদন্ত হওয়া উচিত। কাশ্মীর সংকট ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় হলেও মানবাধিকার নিয়ে উদ্বেগ একটি আন্তর্জাতিক বিষয়। আমাদের প্রত্যাশা, ভারত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মানবাধিকারের প্রতি সম্মান দেখাবে। কাশ্মীর সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, উপত্যকাটিতে লোকজনকে আটক করা, বাজে ব্যবহার এবং যোগাযোগ বিপর্যয়ের মতো বিষয়গুলো নিয়ে আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দিল্লি স্পষ্টভাবে জানিয়েছে, তারা শুধু প্রয়োজনের তাগিদে অস্থায়ীভাবে এসব ব্যবস্থা নিয়েছে। ডমিনিক রাব বলেন, মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে কোনও অভিযোগ গভীরভাবে উদ্বেগজনক। তবে ভারত আন্তর্জাতিক স¤প্রদায়কে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল তাদের অভ্যন্তরীণ বিষয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ