Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউরো বাছাইয়ে নেই পগবা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৮:০৩ পিএম

আসন্ন ইউরো ফুটবল বছাইপর্বের দুই ম্যাচে বিশ্বকাপজয়ী ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। সোমবার ফরাসি ফুটবল ফেডারেশন একথা জানিয়েছে।

এর আগে ফ্রান্স দলের প্রধান কোচ দিদিয়ের দেশ্যম বলেছিলেন, পগবার পায়ের গোড়ালীতে সমস্যা রয়েছে। শনিবার সাউদাম্পটনের বিপক্ষে ইউনাইটেডের হয়ে খেলার সময় তিনি চোট পান। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

আগামী শনিবার ইউরো বাছাইপর্বে আলবেনিয়ার মোকাবেলা করবে ফ্রান্স। মঙ্গলবার অ্যান্ডোরার মুখোমুখি হবে দেশ্যমের শিষ্যরা। কিন্তু এই দুই ম্যাচের আগেই ফরাসি শিবিরে ভর করেছে ইনজুরি আতংক।

পগবা ছাড়াও আসন্ন ম্যাচে অনুপস্থিত শীর্ষ তারকাদের মধ্যে আছেন কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে ও অ্যামেরিক লাপোর্তে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ