Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাইক লুকিয়ে রাখার সুযোগ দেবে ফেসবুক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১৬ পিএম

কোন পোস্ট কত সংখ্যক মানুষ লাইক করেছেন চাইলেই তা গোপন রাখতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা৷ সামাজিক যোগাযোগের শক্তিশালী এই মাধ্যমটি এ নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে৷

টেকক্রাঞ্চ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপ গবেষক জেন মাঞ্চুন ওয়াং ফেসবুক অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে এমন একটি কোড খুঁজে পেয়েছেন যার মাধ্যমে পোস্টকারী তার পোস্টে কতগুলো লাইক পেয়েছেন তা লুকিয়ে রাখতে পারবেন৷ ফেসবুক কর্তৃপক্ষও নিশ্চিত করেছে পরীক্ষামূলকভাবে তারা এটি করতে চাচ্ছেন তবে এখনও তা শুরু হয়নি৷ ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ছয়টি দেশের মানুষের জন্য কোনো পোস্টের লাইক লুকিয়ে রাখার সুযোগ করে দিয়েছে৷

গত মে মাসে কানাডার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা প্রথম এই সুযোগ পান৷ এরপর আয়ারল্যান্ড, ইতালি, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীদেরও তাদের পোস্টে লাইক লুকিয়ে রাখার সুযোগ দেওয়া হয়৷ ইনস্টাগ্রাম বলছে, কোনো পোস্টে কতজন ঢু মারলো এনিয়ে যারা উদ্বিগ্ন থাকেন তাদের সেই চাপ থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে৷

গত এপ্রিলে ক্যালিফোর্নিয়ায় একটি সম্মেলনে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ‘আমরা চাই ইনস্টাগ্রামের পোস্টে কতগুলো লাইক পড়েছে তা নিয়ে মানুষ কিছুটা কম চিন্তা করে যাদের সঙ্গে তাদের বেশি সম্পৃক্ততা রয়েছে তাদের সঙ্গে আরো সময় কাটাক৷’ সূত্র: ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ