Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেসিকে নিয়ে জাকারবার্গের পোস্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১১:৩৮ এএম

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে পোস্ট করলেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার সিইও মার্ক জাকারবার্গ।

ফ্রান্সকে হারিয়ে সদ্যই তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। মেসি পেয়েছেন তার ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির ছোঁয়া। যার তিনটি ছবি তিনি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেটি সর্বোচ্চ লাইকের নতুন রেকর্ড গড়েছে। আর এ বিষয়টিই নিজের পোস্টে জানিয়েছেন জাকারবার্গ।

মেটার সিইও লিখেন, ‘লিওনেল মেসির বিশ্বকাপ হাতে উদযাপনের ছবি ইনস্টাগ্রামে ইতিহাস গড়েছে। আর তার হোয়াটসঅ্যাপে সেকেন্ডে ২৫ মিলিয়ন বার্তা আসছে।’

১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এর আগে অতিরিক্ত সময় শেষে ম্যাচে ছিল ৩-৩ সমতা। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়ল আর্জেন্টিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ