Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোরখা পরায় মারধর, ভারতে মার্কিন পর্যটক আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৫১ পিএম

ভারতের পুনের রাস্তায় এক মহিলা ডাক্তারকে মারধর করায় আটক করা হল এক মার্কিন পর্যটককে। বোরখা পরিহিত ওই মহিলা মুসলমান জেনেই তার ওপর হামলা চালায় ওই আমেরিকান মহিলা। ডাক্তারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে পুলিশ।

পুনে ক্যানটনমেন্ট এলাকায় রোববার বিকেলে কেনাকাটা সারছিলেন ২৭ বছরের ডাক্তার ও তার আরও এক মহিলা সঙ্গী। সেই সময় ৪৩ বছরের এই মার্কিন মহিলা তার কাছে জানতে চান যে তিনি মুসলিম কিনা। পরিচয় জেনেই তার ওপর ওই মার্কিন মহিলা হামলা চালান বলে অভিযোগ। চিত্‍কার করে তাঁকে অপমানজনক কথা বলার পাশাপাশি মারধর করেন তিনি।

মার্কিন মহিলার বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে আঘাত ও মানহানির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাঁকে আটক করলেও পুলিশ কর্মীদের ওপরও চিত্‍কার করেন ওই মহিলা। এই বিষয়ে মার্কিন দূতবাসকেও জানানো হয়েছে। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ