মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তীরবর্তী অঞ্চলে সোমবার রাত সাড়ে ৩টার দিকে একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে বলে জানা গেছে। সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে 'কনসেপশন' নামের একটি জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। এখনও অন্তত ৩৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন কিছুটা আহত হয়েছেন। তারা সম্ভবত উপরের ডেকে ঘুমাচ্ছিল। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। অগ্নিকাণ্ডে অনেকের মৃত্যুর শঙ্কা রয়েছে। তবে এখনও নিশ্চিতভাবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জাহাজের নিচের ডেকে অনেক যাত্রীর আটকা পড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।