মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার চলমান অর্থনৈতিক এবং রাজনৈতিক সঙ্কটের মধ্যে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করতে চায় না যুক্তরাষ্ট্র। এ কথা বলেছেন ওয়াশিংটনের ভেনিজুয়েলা বিষয়ক ইউনিটের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেমস স্টোরি। মার্কিন এ ক‚টনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। জেমস স্টোরি বলেন, “আমরা ভেনিজুয়েলায় কোন আন্তর্জাতিক জোটের মাধ্যমে সামরিক হস্তক্ষেপ করতে চাই না বরং ভেনিজুয়েলার সংবিধানের ওপর ভিত্তি করে দেশটিতে শান্তিপ‚র্ণভাবে রাজনৈতিক ও গণতান্ত্রিক সমাধান চাই।” তিনি প্রশ্ন করেন, যখন দেশে নির্বাচন না হয় তখন আপনি কিভাবে গণতন্ত্রকে বেছে নেবেন। মার্কিন ক‚টনীতিক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশের ভেতরে সামরিক হস্তক্ষেপের পরিবেশ তৈরি করে দেয়ার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, ভেনিজুয়েলায় রাশিয়ার সামরিক কর্মকর্তা রয়েছেন। এছাড়া, কিউবার বহুসংখ্যক সামরিক কর্মকর্তা রয়েছেন- তারা কি জন্য আছেন? তাদের সাহায্যে মাদুরো ম‚লত ক্ষমতায় টিকে থাকতে চান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।