বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এস,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ইন্দুরকানীতে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার পত্তাশী এলাকায় সাবেক ইউপি সদস্য হেদায়েত উদ্দিনের মেয়ে পত্তাশী জনকল্যাণ কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী তাসলিম আকতার জিপিএ-৫ না পাওয়ায় অভিমান করে ঘরের বারান্দায় সিলিং ফেনের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ লাশ উদ্ধার করে একটি ইউডি মামলা করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। কলেজ ছাত্রী তাসলিম আকতার ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ – ৪.৮৯ পেয়েছে। তার আশা ছিল জিপিএ ৫। কিন্তু জিপিএ ৫ না পাওয়ায় সে ভারসাম্যহীন হয়ে পড়ে। পরিবারের লোকজন ডাক্তার দেখালেও তার স্বাভাবিক অবস্থা ফেরেনি। অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল। ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, কলেজ ছাত্রী এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সেই কারণে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।