নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত ১০ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সুখবরটি জানিয়ে ছিলেন রুবেল হোসেন। তিনি বাবা হতে যাচ্ছেন। সেই সঙ্গে শুভাকাক্সক্ষীদের কাছে দোয়াও চেয়েছিলেন জাতীয় দলের এই পেসার। অবশেষে গতকাল সেই মাহেন্দ্রক্ষণের দেখা পেলেন। ছেলে সন্তানের মুখ দেখার খবরটি ফেসবুকে নিশ্চিত করেছেন তিনি। ফেসবুকে সন্তান ও তাঁর মায়ের ছবি পোস্ট করে রুবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
রাজধানীর একটি হাসপাতালে এই মুহূর্তে ব্যস্ত সময় কাটছে উৎফুল্ল বাবার। অভিনন্দন জানাতে যোগাযোগ করা হলে এই প্রতিবেদকের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেন রুবেল, ‘সকাল থেকে মনের মধ্যে অন্যরকম একটি অনুভূতি হচ্ছিল। সত্যি কথা বলতে, সম্পূর্ণ অন্যরকম এক অনুভূতি। যা আগে কখনোই হয়নি। এই যে দেশের জার্সি গায়ে এতো এতো সাফল্য পেয়েছি, সেগুলো এই অনুভূতির সঙ্গে মেলানো যাবেনা। আমার ধারনা প্রতিটি বাবারই এমন অনুভূতি হবে।’
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ক্যাম্প চলাকালীন সময়েই ছুটি নিয়েছিলেন রুবেল। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই তিনি। তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বলেই জানিয়েছেন এই গতি তারকা, ‘আপাতত কিছুদিন স্ত্রী ও নতুন অতিথিকে সময় দেবো। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেলে অবশ্যই খেলবো। আপাতত কয়টা দিন আমার ছেলের সঙ্গে কাটাতে চাই।’
২০১৬ সালের শুরুর দিকে বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে অনেকটা চুপিসারেই বিয়ে করেছিলেন রুবেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।