Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষায় ব্যস্ত স্বামী, পালিয়ে গেল স্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের মধ্যপ্রদেশের একটি কোচিংয়ের মালিক তিনি। স¤প্রতি বিয়ে করেছেন। তবে কোচিংয়ে প্রতিযোগিতাম‚লক পরীক্ষা নিয়ে এতই ব্যস্ত যে স্ত্রীর সঙ্গে কথাও বলার সময় পান না। নববধ‚ এমন আচরণকে তার প্রতি অবজ্ঞা হিসেবে মনে করে স্বামীকে ছেড়ে চলে গেছেন। ভারতীয় টেলিভিশন এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, ওই স্ত্রীকে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির (ডিএলএসএ) মাধ্যমে কাউন্সেলিং করানো হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, বিভিন্ন পরীক্ষা নিয়ে ব্যস্ত স্বামীর কাছে নিয়মিত অবজ্ঞার শিকার হতে হচ্ছিল তাকে। ডিএলএসএ কাউন্সেলর ন‚রুন্নেসা খান বলেন, ‘ওই নারী জানিয়েছেন, তার স্বামী বিভিন্ন প্রতিযোগিতাম‚লক পরীক্ষা নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। সহবাসের সময়ও তার স্বামী উদাসীন থাকতেন। তাছাড়া পরীক্ষার বিভিন্ন বিষয়ে কথা তোলেন বলে অভিযোগ করেছেন তিনি।’ কাউন্সেলর খান আরও বলেন, ‘ওই নারীর স্বামী একজন পিএইডি ডিগ্রিধারী এবং পরিবারের একমাত্র ছেলে সন্তান। তার বিয়ে করার কথা ছিল না। কিন্তু বাবা-মা হঠাৎ অসুস্থ হওয়ায় বিয়ে করতে বাধ্য হন তিনি। তারপর থেকেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। তাকেও কাউন্সেলিং করানো হচ্ছে।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ