Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিবিহীন বার্সেলোনার আবারও হোঁচট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৪ এএম

মেসিবিহীন বার্সা যেন এলোমেলো একটি দল। শনিবার ওসাসুনার মাঠে মেসি ছাড়া মাঠে নেমে হোঁচট খেলে স্প্যানিশ জায়ান্টরা।

ওসাসুনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের।

খেলা শুরুর ৭ মিনিটের মাথায় একটি গোল হজম করে ম্যাচে পিছিয়ে যায় বার্সেলোনা। ওসাসুনার ব্র্যান্ডনের বানিয়ে দেয়া বল বার্সার ডিফেন্ডারদের চোখ ফাঁকি বাঁ পায়ের ভলিতে গোল করেন ফরোয়ার্ড রবের্তো তোরেস।

এই এক গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেও সফল হয়নি বার্সা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে নেমে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে কাতালাম জায়ান্টরা।

৫১ মিনিটের মাথায় সেই সফলতা আসে।

নেলসন সেমেদোর বদলি হয়ে মাঠে নামা আনসু ফাতি কার্লস পেরেসের বানিয়ে দেয়া বল ওসাসুনার জালে জড়ান।

লা লিগায় বার্সার সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা পান গিনি বিসাউয়ের ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

১-১ সমতায় কিছুটা স্বস্তি মেলে কাতালানদের। খেলার ৬৪ মিনিটে ফের কার্লস পেরেসের বানিয়ে দেয়া বলে ছোঁয়া দেন আর্থার। সফল হন তিনি। ২-১ এ এগিয়ে যায় বার্সা।

এরপর থেকে বার্সা অভিমুখে ক্ষুরধার আক্রমণ চালায় ওসাসুনার ফরোয়ার্ডরা।

৭৫ ও ৭৮ মিনিটে দুর্দান্ত দুটি শট সেভ করে বার্সাকে বাঁচিয়ে দেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন।

তবে শেষ রক্ষা হয়নি। ৮০ মিনিটের মাথায় ওইয়েরের ক্রস বক্সের মধ্যে থাকা জেরার্দ পিকের হাতে লাগলে ওসাসুনা পেনাল্টি পায়। সুযোগ হাতছাড়া করেননি তোরেস। পেনাল্টি রুখতে পারেননি জার্মান গোলরক্ষক।

ফলাফল ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার।

এ ফলাফলে তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্র নিয়ে ৪ পয়েন্টে পঞ্চম স্থানে বার্সেলোনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ