নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে শেষ পর্যন্ত আসছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইষ্টবেঙ্গল। তবে শেখ কামাল টুর্নামেন্টে খেলার সম্মতি দিয়েছে ভারতের আই লিগের আরেক ক্লাব চেন্নাইন এফসি। এ নিয়ে শেখ কামাল ক্লাব কাপে অংশগ্রহণের জন্য সাতটি দলের নিশ্চয়তা পাওয়া গেল। যার মধ্যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেড ও আয়োজক চট্টগ্রাম আবাহনী রয়েছে। এছাড়া কোলকাতার মোহনবাগান ও মোহামেডান এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব খেলবে।
তবে থাইল্যান্ডের ট্রু ব্যাংকক ইউনাইটেড এফসিকে পেতে এখন ব্যাংককে রয়েছেন টুর্নামেন্ট কমিটির সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্স। ব্যাংকক থেকে তিনি জানান, ‘শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে থাইল্যান্ডের একটি ক্লাবকে আনার চেষ্টা করছি আমরা। সেই লক্ষ্যে ব্যাংককে এসে থাই ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ওরাউই মাকুদির সঙ্গে কথাও বলেছি। তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।