Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আত্মহত্যার আগুনে দগ্ধ দম্পতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ৮:১০ পিএম

গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন স্বামীও। স্ত্রী শারমিন আকতারের (২৬) শরীরের ৯০ শতাংশ এবং স্বামী সাইফুল ইসলামের (২৮) ১৮ শতাংশ পুড়ে গেছে। তাদের চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের চিকিৎসকেরা। শুক্রবার ভোরে বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় ঘটে এ ঘটনা। পুলিশ জানায় পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে ছুটে যান স্বামী। এ সময় দুইজনই অগ্নিদগ্ধ হন। ওমান থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন স্বামী। এ দম্পতির রয়েছে ৯ বছর বয়সী একটি মেয়ে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ দৈনিক ইনকিলাবকে বলেন, স্বামীর দাবী তার স্ত্রী আত্মহত্যা করতে চেয়েছেন। তবে শারমিন আক্তার কেন গায়ে আগুন দিয়েছেন সে বিয়য়ে চিকিৎসকদের কাছে জবানবন্দি (ডায়িং ডিক্লারেশন) দিয়েছেন বলে চিকিৎকরা জানিয়েছেন। তবে সেটি এখনও পুলিশের হাতে আসেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ