Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিবেদিত কবিতা

| প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৪ এএম

নিঃশব্দ আহামদ

স্মরি বিষাদে

স¤প্রীতি,বাহু জুড়ে যায় করমর্দনে, বিগ্রহে এনে বিদ্রোহ সাম্যের গান
বেজেছে সুমধুর সম তারে বিমুগ্ধ ভায়োলিন
মধ‚স্বরে যেমন গেয়ে যায় রোজ ফুলবনে বুলবুলি৷
নির্বাক,অথচ বিদ্রোহে শাণিত চোখ, সৃষ্টি সম্ভারে মানব সৌন্দর্য্য,অহিংস নাম
বিষাদে স্মরি,প্রয়াণ বিরহের এই ক্ষণ
অক্ষয় রচে গেছে হৃদে হৃদে যাঁর সম্মান৷
ঝাঁকড়া চুলের বীরদর্পে দাপিয়ে জগত, শেকল ভাঙার গানে উদ্দীপ্ত বুক
ফরিয়াদ জানায়ে যেনো মেলে আবহায়াত
মানুষ ধর্মে এক সবে, রাখোনি তো কে কোন জাত৷

এনাম রাজু
দুখুর সৌরভ

তুমি যখন শুন্য হাতে খালি পা হেঁটে গেলে অচিন দেশে
তখন শহরের লাইটগুলো তোমাকে প্রদক্ষিণ করছে অন্ধলোভে
গ্রামে গ্রামে মূর্খ গাছেদের চলে তৃষ্ণালু ছোটাছুটি...
একদিন পাখিও হারিয়ে ফেলে পথ, যে ডানার জোরে সমস্থ পৃথিবীকে একটি উঠান ভেবেছিলো
আজ সময়ের ক্রুশে নদীও ভুলে যায় সমুদ্র খোঁজার গৌরব, অথচ কতোবার সে সমুদ্রকে গোপন প্রেমিকার মতো
আলিঙ্গনে আলিঙ্গনে উন্মাতাল করেছিলো। এখনতো অক্সিজেন নিতেও ভয় পাচ্ছে মানুষ
শ্বাস-প্রশ্বাসে চলছে যে হালখাতার নবান্ন উৎসব, অথচ আজও সেদিনের মতোই তুমি আছে
শুন্য হাতে নগ্ন পায়ে না ফেরার দেশে হারিয়ে যেও, কেননা কবি শব্দের অর্থই হলো-দুখুর সৌরভ।

মাহবুবা করিম
তুমিময় নজরুল

তুমি জয়থনির্ভয় শহর ও গদ্যময়
তুমি পাখি তিয়াসি আখি আর কবিতাময়
তুমি রাত, জোছনার চাঁদ, আর জোনাকির ঝাক
তুমি প্রেমিক তুমি যুদ্ধ, রাগ-অনুরাগ
তুমি কোমল, তুমি প্রিয়থরাতের কামিনী ফুল
তুমি শয়নে স্বপনে বিদ্রোহী, জাগানিয়া নজরুল
তুমি ফুল অনুকূল ঝাঝ উঠা রোদ্দুর
তুমি আমারথভালোবাসায় গড়া, এক মহা সমুদ্দুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন