বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় অগ্নিসংকাণ্ডের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় সরকারী প্রাথমিক বিদ্যলয়ের সামনে বুধবার রাত একটার দিকে এ অগ্নিসংকাণ্ডের ঘটনা ঘটে। এতে মো. হাবিবুর রহমান শানুর (৪৫) দীর্ঘ বছরের মুদি ব্যবসা পরিচলনার প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ টাকার মালামালসহ সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পোড়া ছাইয়ের মধ্যে বসে ওই মুদি ব্যবসায়ী অঝরে কাঁদছেন। তিনি জানান, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটু একটু করে প্রতিষ্ঠানটি দাড় করিয়েছিলেন, আজ থেকে তিনি পথের ফকির হয়ে গেছেন বলে কান্নায় ভেঙ্গে পরেন। এছাড়া তিনি জানান, একই স্থানে বহু ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও তার প্রতিষ্ঠানেই সব চেয়ে বেশি বেচা বিক্রি হয়ে আসছিল। তবে হিংসার কারনে যে কেউ উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ আগুন লাগিয়ে দিতে পারে বলে তার সন্দেহ। নাহলে আগুন লাগার কোন সম্ভাবনা তিনি দেখছেন না। বেতমোর সকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মো. আমানুর তালুকদার জানান, তিনি রাতে ঘুমিয়ে ছিলেন, হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে তিনি আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার দিয়ে গ্রামবাসীকে জানান। এদিকে বৃহস্পতিবার সকালে এ খবর শুনে ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ীর পাশে গিয়ে দাঁড়িছেন কলাপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সাঈদুর রহমান। তিনি হাবিবুর রহমান শানুকে শান্তনা দিয়ে ব্যক্তিগত ভাবে তার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন । সাঈদুর রহমান জানান, মানুষটি সারাজীবনের সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, তার চারটি কন্যা সন্তান ছাড়া কোন ছেলে সন্তান নেই। এছাড়া তার নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দাড় করাবার মত অর্থও নেই। তাকে সকল ধরনের সহযোগিতার লক্ষে উপজেলা প্রশাসনসহ দানবীরদের তার পাশে থাকার অনুরোধ জানান। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আগুন কিভাবে লেগেছে আমরা খতিয়ে দেখছি, কেউ দোষি হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।