Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘প্রেসিডেন্ট শাসনের দিকে যাচ্ছে ভারত’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১০:৫৩ এএম

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুরো ভারত দখল করতে চাইছে বিজেপি। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে প্রেসিডেন্ট শাসনের দিকে যাচ্ছে দেশ।

গতকাল বুধবার তৃমমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভাবেই বিজেপি-কে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভায় মমতা বলেন, টাকা দিয়ে সব কিনে নিতে চাইছে বিজেপি। সর্বত্র এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে।

তিনি বলেন, কর্নাটকে ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলল বিজেপি। বলছে, ১০৭ জন বিধায়ক ওদের সঙ্গে আছে। ৭ জন বিধায়কও সঙ্গে নেই। বাংলাও দখল করতে চাইছে বিজেপি। বাংলা দখল ওতো সহজ নয়।

সূত্র : নিউজ এইটিন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ