Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাস গড়া হলো না আবাহনীর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ৮:১৩ পিএম

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপে ইতিহাস গড়া হলো না বাংলাদেশ প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের। টুর্নামেন্টের ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালের ফিরতি ম্যাচে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভ এসসি’র বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হলো তাদের। বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে আবাহনী প্রথমার্ধে স্বাগতিক দলকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে আত্নসমর্পণ করে। ম্যাচে এপ্রিল টোয়েন্টি ফাইভ ২-০ গোলে আবাহনীকে হারিয়ে এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ ফাইনালে উঠে গেল। গত ২১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে আবাহনী ৪-৩ গোলে হারিয়েছিল এপ্রিল টোয়েন্টি ফাইভ’কে। ফলে তাদের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। কিন্তু না, পারলো আবাহনী। হোম ম্যাচে জয় পাওয়ায় দুই ম্যাচ মিলিয়ে ৫-৪ গোলে জিতে তৃতীয়বারের মতো টুর্নামেন্টের জোনাল ফাইনালে নাম লেখালো এপ্রিল টোয়েন্টি ফাইভ এসসি।

বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিক দল। আবাহনীও পাল্টা আক্রমণে যায়। তবে ঘরের মাঠে তুলনামূলক বেশী আক্রমণ করে এপ্রিল টোয়েন্টি ফাইভ’ই। যদিও ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। আবাহনীর ডিফেন্ডাররা বিরতির আগে দৃঢ়তার পরিচয় দিয়ে এপ্রিল টোয়েন্টি ফাইভের ফরোয়ার্ডদের আক্রমণ প্রতিহত করলে গোলশূণ্য শেষ হয় প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেননি মামুন মিয়া-ওয়ালী ফয়সালরা। ঢাকা আর পিয়ং ইয়ং যে এক কথা নয়, সেটা উত্তর কোরিয়ান ক্লাবটি বুঝিয়ে দেয় দ্বিতীয়ার্ধে। গোছালো ফুটবল খেলে এই অর্ধে দু’গোল আদায় করে নিয়ে শেষ পর্যন্ত বিজয়ী বেশেই মাঠ ছাড়ে। ম্যাচের ৪৯ মিনিটে এপ্রিল টোয়েন্টি ফাইভের পক্ষে প্রথম গোলটি করেন কিম সুং ইয়ং (১-০)। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে চেস্টা করে ব্যর্থ হয় আবাহনী। ৬৭ মিনিটে লাল কার্ড পান আবাহনীর ডিফেন্ডার মামুন মিয়া। গোল হজম করে যখন ম্যাচে ফিরতে মরিয়া ছিল আবাহনী ঠিক তখনই মামুন মিয়ার লাল কার্ড পাওয়া তার দলের সম্ভাবনা আরো কমিয়ে দেয়। উল্টো ম্যাচের ৮৩ মিনিটে ফের গোল হজম করে আবাহনী। এসময় কিম সুং ইয়ং নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করলে কোরিয়ান ক্লাবের জয় নিশ্চিত হয় (২-০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ