নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং জনতা ব্যাংকের সহযোগিতা ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে নাগরিক টিভি, বার্তা ২৪, ভোরের কাগজ, চ্যানেল আই, নয়া দিগন্ত এবং আরটিভি। বুধবার ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের পঞ্চম দিনের প্রথম ম্যাচে নাগরিক টিভি ২-০ গোলে সংগ্রামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। ম্যান অব দ্য ম্যাচ হন আবদুল্লাহ শাফি। দ্বিতীয় ম্যাচে ভোরের কাগজ টাইব্রেকারে ৩-২ গোলে জনকন্ঠকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। বিজয়ী দলের শামসুজ্জামান শামস ম্যাচ সেরা হন। তৃতীয় ম্যাচে চ্যানেল আইয়ের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জাগো নিউজ। এই জয়ে চ্যানেল আই পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। বিজয়ী দলের রাহুল রায় ম্যান অব দ্য ম্যাচ হন। পরের ম্যাচে নয়া দিগন্ত ১-০ গোলে ইনকিলাবকে হারিয়ে গ্রæপ সেরা হয়ে শেষ আটে ওঠে। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের মনির হোসেন। দিনের শেষ ম্যাচে আরটিভি টাইব্রেকারে ৩-০ গোলে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। আরটিভি’র শরিয়ত খান ম্যাচ সেরা হন। এবারের আসরে ৪০টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪০ দল ৮টি গ্রæপে ভাগ হয়ে খেলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।