মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মায়ের পাশে থাকার জন্য তারই কবরের পাশে কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা করছেন মঞ্জুর হাসান। ভারতের বিহার রাজ্যের পাটনার ঘটনা এটি। তিনি মায়ের কবরের পাশে নিজের শেষ ঠিকানা খুঁড়তে ২৫ হাজার রুপি খরচ করেছেন। গালফ নিউজকে তিনি জানান, মৃত্যুর পর পরিবার এই ইচ্ছা পূরণ করবে কিনা তিনি নিশ্চিত নন। তাই নিজেই কবর খুঁড়ে রেখেছেন।
৭০ বছরের মঞ্জুর বলেন, “এই পৃথিবীর আমার যা করার ছিল করেছি। এখন আল্লাহর ডাকের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”
বর্তমানে শূন্য কবরটি দেখাশোনা ও সেখানে প্রার্থনা করে তিনি বেশির ভাগ সময় কাটান। পেশায় কৃষক মঞ্জুর দাতব্য কাজের জন্য স্থানীয়দের প্রিয়পাত্র। নিজের টাকায় তিনি মাদ্রাসা, মসজিদ ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার মাদ্রাসায় দরিদ্র পরিবারের শিশুদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে।
মঞ্জুর জানান, মাকে তিনি খুবই ভালোবাসেন। তাই তার কাছাকাছি থাকার জন্য কবর খুঁড়েছেন। জীবদ্দশায় কখনো মাকে ঘরে একা রেখে কোথাও যাননি। এখন শেষ ইচ্ছা মৃত্যুর পরও মায়ের কাছে থাকা।
১৯৯৯ সালে মা মারা গেলে বাড়ির কাছেই তাকে কবর দেন মঞ্জুর হাসান। যেন সব সময় কবরটি দেখতে পান। মঞ্জুরের এই আজব খেয়াল নিয়ে স্থানীয়দের মাঝে বেশ চর্চা হচ্ছে। অনেকে কবরটি দেখতেও আসছেন। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক এইচ আর হাসানের মতে, ঘটনাটি বেশ অদ্ভুত। সে সময় মানুষ আরও বেশি বাঁচতে চায়, ভালো চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র পর্যন্ত পাড়ি জমায়- তখন মঞ্জুরের কবর খোঁড়া সবার জন্য গুরুত্বপূর্ণ বার্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।