Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোর নাইটক্লাবে হামলা, ৮ নারীসহ নিহত ২৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ২:৫৩ পিএম

মেক্সিকোর একটি নাইটক্লাবে মোলোটভ ককটেল হামলায় ৮ নারীসহ অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতের দিকে দেশটির ভেরাক্রুজ শহরের কোটজাকোয়ালকোসের ক্যাবলো ব্লাঙ্কো বারে ককটেল বোমা হামলায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

হামলার পরে তোলা বারটির ভেতরের একটি ছবিতে আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। স্থানীয় প্রসিকিউটর অফিস অপরাধ তদন্তের জন্য প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেলের জাতীয় কার্যালয়ের সহায়তা চেয়েছে। কোটজাকোয়ালকোস মেক্সিকো উপসাগরের একটি বন্দর নগরী।

প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল এর কার্যালয় সমস্ত প্রয়োজনীয় তদন্তমূলক কাজ করবে। প্রথমত, ঘটনাটি কোনও বিদ্বেষমূলক হামলা কিনা তা খতিয়ে দেখা, যদি তাই হয় তাহলে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। এজন্য সমস্ত মানবিক, প্রযুক্তিগত 'প্রয়োজনীয় প্রয়োজনীয় পদক্ষেপ' গ্রহণ করা। সূত্র: ডেইলি মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ