বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সাগর দাস (১৮)। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ধোপাখোলা মোড় এলাকায় নড়াইল-গোবরা সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাগর সদর উপজেলার উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে। তিনি এলাকার গোবরা মিত্র কলেজের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি সাগর।
অনেক খোঁজাখুঁজি করেও রাতে সাগরের সন্ধ্যান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি।
বুধবার সকালে ধোপাখোলা মোড় এলাকায় রাস্তার পাশে সাগর দাসের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ প্রসঙ্গে সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া সাগর দাসের লাশের পাশে তার ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোনটি পাওয়া গেছে।
এ ঘটনায় আপাতত জড়িতদের শনাক্ত করা যায়নি। তবে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের বা প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।