গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ওয়ারীতে সড়ক দুর্ঘটনায় তাতালু (২৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাইসাইকেলে ছিলেন। যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় তিনি সপরিবারে থাকতেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, টিকাটুলির সালাহউদ্দিন হাসপাতালের সামনে বাইসাইকেলে করে যাওয়ার সময় একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। পরে তাকে ওয়ারী থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।