Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্টোবরে শেখ কামাল ক্লাব কাপ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আগামী ১৯ অক্টোবর থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। আয়োজক চট্টগ্রাম আবাহনী এ আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টটি শুরু করার ব্যাপারে তোড়জোড় করলেও সময় নিয়ে ছিল দ্বিধা-দ্ব›েদ্ব। আয়োজক আগামী অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজন করতে চাইলেও বাফুফের চাওয়া ছিল নভেম্বরে। শেষ পর্যন্ত গতকাল বাফুফে ও চট্টগ্রাম আবাহনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনায় ১৯ অক্টোবর থেকে এ টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে চট্টগ্রাম আবাহনী এ টুর্নামেন্টটি গত দুইবারের চেয়ে আরো আকর্ষণীয় করতে প্রাইজমানিও বাড়িয়ে দিয়েছে এবং আটটি ক্লাবকে অংশগ্রহণে নিশ্চিত করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ