Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ কামাল ক্লাব কাপে মালয়েশিয়া-লাওস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ৮:২২ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম দল চট্টগ্রাম আবাহনী লিমিটেডের আয়োজনে ও সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় চলতি মাসেই মাঠে গড়ানোর কথা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের তৃতীয় আসর। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ থেকে ৩০ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। আট দলের টুর্নামেন্টে স্থানীয় তিনটি ও পাঁচ বিদেশী ক্লাব অংশ নেবে। যার ছয়টি আগেই নিশ্চিত করেছে যে, তারা শেখ কামাল ক্লাব কাপে খেলছে। বাকি দুই দলও চুড়ান্ত হয়েছে। আয়োজক সুত্রে জানা গেছে, মালয়েশিয়া ও লাওসের দু’টি ক্লাব খেলবে টুর্নামেন্টে। এবার শুরুতেই আয়োজকরা ভারতের তিনটি দল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান খেলানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনটি নয়, ভারত থেকে দু’টি ক্লাব অংশ নিচ্ছে টুর্নামেন্টে। এদের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের তিনটি, মালদ্বীপের একটি এবং মালয়েশিয়া ও লাওসের দু’টি ক্লাব। ফলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী আট দল হলো- বাংলাদেশের বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, ভারতের মোহনবাগান, চেন্নাই এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, মালয়েশিয়ার তেরেঙ্গানা এফসি এবং লাওসের ইয়াং এলিফ্যান্ট এফসি। আয়োজক চট্টগ্রাম আবাহনী সুত্র জানায়, কোলকাতা মোহামেডান শেষ মুহুর্তে বাদ পড়েছে লাওসের ইয়াং এলিফ্যান্ট ক্লাব যুক্ত হওয়ায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে আয়োজকরা চেষ্টা চালাচ্ছিল আসিয়ানের থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে দল আনার। শেষ পর্যন্ত আয়োজকরা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ক্লাব পেয়েছে দু’টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ কামাল ক্লাব কাপে মালয়েশিয়া-লাওস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ