Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাব কাপ হকি পেছানোর দাবি

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : যেন ক্লাবগুলোর কাছে যেন জিম্মি হয়ে পড়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। নানা জটিলতায় ক্লাবগুলো অসহযোগিতার কারণে গেল প্রায় তিন বছর ঘরোয়া হকি সংকটের মধ্যে ছিলো। অবশেষে সেই সংকট কেটে যাওয়ায় আলোর মুখ দেখার অপেক্ষায় প্রিমিয়ার হকি লিগ। ২৪ জানুয়ারি দলবদল শেষ হওয়ায় স্বস্থি ফিরে পান হকি খেলোয়াড়রা। নিষিদ্ধ থাকা খেলোয়াড়দেরও সুযোগ করে দেয়া হয় প্রিমিয়ার লিগে খেলার জন্য। জাতীয় দল, সার্ভিসেস দল, বিকেএসপি ও বিদেশি খেলোয়াড়দের কোটাও তৈরি করে দেয়া হলো ক্লাবগুলোর ইচ্ছানুযায়িই। ফেডারেশনের ঘোষনা অনুযায়ি ৭ এপ্রিল টার্ফে গড়ানোর কথা ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। এ আসর শেষ হলেই শুরু হবে প্রিমিয়ার লিগ। কিন্তু ক্লাব কাপ টুর্নামেন্ট এক মাস পেছানোর জন্য ফেডারেশনে চিঠি দিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব ও ওয়ারি ক্লাব। অনুশীলনের জন্য দীর্ঘ সময় না থাকায় এবং মাঠে ঠিকমতো পানি না দেয়ার দোহাই দিয়ে টুর্নামেন্ট পেছাতে বলেছে দুটি ক্লাব। এতে ক্ষোভ প্রকাশ করেছে অন্য ক্লাবগুলো। যারা ক্লাব কাপ ও প্রিমিয়ার লিগকে সামনে রেখে ইতোমধ্যেই মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে শিডিউল অনুযায়ি ভাগ ভাগ করে বিভিন্ন সময়ে অনুশীলন করছে। ছোট দলগুলোর কর্মকর্তাদের বক্তব্য, ‘আমরা বেশ কিছুদিন ধরেই অনুশীলন করছি। প্রতিদিনের তো একটা খরচ আছে। ক্লাব কাপ এক মাসে পেছালে এতো খরচ কোত্থেকে পাবো। আমাদের তো অঢেল টাকা নেই। সে কারনে আমাাদের কোন বক্তব্যও গ্রহযোগ্য হয় না। এভাবে দল চালানো মুশকিল। ক্লাব কাপ পেছালে প্রিমিয়ার লিগওতো পিছিয়ে যাবে। সারাবছল খেলোয়াড়দের খরচ টানবো কিভাবে?’
সুত্রমতে, ক্লাব কাপ পেছানোর দাবীর অন্যতম কারণ হলো ঠিকমতো দল না গোছানো। বড় দলগুলো শিরোপার জন্য লড়বে। স্থানীয় ভালো মানের খেলোয়াড় একমাত্র উষা ক্রীড়া চক্রেই রয়েছে। অন্যদের বিদেশি খেলোয়াড়ের দিকে ঝুকেছেন হচ্ছে। কিন্তু তারাও পড়েছে বিপাকে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা এপ্রিলে আসতে পারছেন না তাদের ওখানে খেলা থাকায়। এপ্রিলের পর তারা ফ্রি হতে পারবে। আর ক্লাবগুলো চাইছে ক্লাব কাপেই বিদেশিদের পরখ করে প্রিমিয়ারের জন্য তৈরি করতে। ২৮ মার্চ হবে প্রিমিয়ার লিগ কমিটির সভা। সেখানেই সিদ্ধান্ত হবে ক্লাব কাপ পেছানো হবে কি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লাব কাপ হকি পেছানোর দাবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ