Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সাকিব ভাইকে ছাড়া সব কিছুই কঠিন’

মাইলফলক ডাকছে তাইজুলকে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক দল অনুশীলন শুরু করেছে। আফগানদের বিপক্ষে টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল আর বিশ্রামে থাকা সাকিব আল হাসান ছাড়া অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন বাকিরা। গতকাল ক্যাম্পে ছিল ছুটি। সেই সুযোগে নিজেকে আরেকটু ঝালিয়ে নিতে একান্তে হাত ঘুরিয়েছেন টেস্ট স্পেশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম। সেই ফাঁকে কথা বলেছেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চ্যালেঞ্জ নিয়ে।
আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে বাংলাদেশের। ঢাকায় ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন টাইগারদের নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আর পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। আর স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি আসবেন আসন্ন ভারত সফরের পর।
টেস্টে দেখা যায় অন্যান্য দেশের লোয়ার অর্ডার থেকেও বেশ রান আসে। তবে বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করে উঠতে পারেননা কখনোই। তবে তাদের মধ্যে কিছুটা ব্যতিক্রম তাইজুল। বেশ কিছু টেস্ট জুড়েই দারুণ ব্যাটিং করছেন তাইজুল, তবে কি ব্যাটিং নিয়েও বাড়তি কাজ করেন স্পিনার? উত্তরটা সহাস্যে দিলেন দেশসেরা এই টেস্ট স্পিনার, ‘আসলে ক্রিকেট একটি প্রতিদ্ব›দ্বীতামূলক খেলা, এখানে টিকে থাকতে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করতে হবে। দলের কথা চিন্তা করে আমি আমার বোলিংয়ের সাথে সাথে ব্যাটিং নিয়েও কাজ করছি।’
বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ছিল ছন্নছাড়া, বোলাররা যেন উইকেট নিতেই ভুলে গিয়েছিল। আর তাই তো কথা প্রসঙ্গে উঠে এসেছে টাইগারদের বোলিংয়ের কথাটি। নিজেদের বোলিং সম্পর্কে এই স্পিনার বলেন, ‘দেখুন বিশ্বকাপের ঠিক আগের সিরিজটা আমরা জিতেছিলাম এবং ভাল পারফরম্যান্সও করেছিলাম। একটি সিরিজ খারাপ যেতেই পারে, তাই বলে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। আমরা আমাদের উন্নতির জন্য অনুশীলন ক্যাম্পে কাজ করছি। আশা করি দ্রæতই আমরা ভাল পারফরম্যান্সে ফিরে আসতে পারবো।’
ঘরের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে টাইগারদের প্রধান অস্ত্র স্পিন। আফগানদের বিপক্ষেই একই ফাঁদ পাতবেন কিনা তা নিয়ে করা প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘আমরা আসলে এখনও জানি না কেমন উইকেট হবে। এটার সম্পূর্ণ দেখভাল করবে ম্যানেজমেন্ট। তবে একজন স্পিনার হিসেবে আমি যেকোনো উইকেটের জন্য নিজেকে প্রস্তুত করছি।’
টেস্টে বাংলাদেশের হয়ে দ্রæততম ১০০ উইকেট পেতে তাইজুলের লাগবে মাত্র ১ উইকেট। ২৪ টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৯৯। বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে দ্রæততম ১০০ উইকেট রেকর্ড এখন সাকিব আল হাসানের অধিকারে। বাঁহাতি অলরাউন্ডার রেকর্ডটা গড়েছিলেন ২৮ টেস্টে। তাইজুল সেটি ভেঙে দিতে পারেন ২৫ টেস্ট খেলে। অবশ্য বাঁহাতি স্পিনার এ রেকর্ড নিয়ে ভাবছেন না বলেই জানালেন, ‘এসব মাথায় থাকে, আবার থাকেও না। যখন মাঠে নামি এক উইকেটের জন্য নামি না। নামলে ৫-৬ উইকেট পেতেই নামি। এক উইকেট নিয়ে চিন্তা করছি না। কপালে থাকলে হবে। আমি চিন্তা করছি ভালো বোলিং করে দলকে কীভাবে সহায়তা করা যায়।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে অকল্পনীয় পারফরম্যান্স করেছেন সাকিব। আর বিশ্বকাপের পর ক্লান্তি দূর করতে তাই লম্বা সময় বিশ্রাম নিয়েছেন তিনি। লঙ্কা সফরেও যাননি এই অল রাউন্ডার। টি-টোয়েন্টি, ওয়ান ডে কিংবা টেস্ট সব ফরম্যাটেই টাইগারদের সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনিই। আর তাই তো দলে না থাকলে তার অভাব পূরণ করা অসম্ভব হয়ে পড়ে। বিশ্বসেরা অলরাউন্ডারকে টপকে যাওয়ার চাইতে সাকিব ফেরাতেই বেশি খুশি তাইজুল, ‘সাকিব ভাই না থাকলে সব কাজই কঠিন হয়ে যায়। সাকিব ভাই যখন বল করে তখন প্রতিপক্ষের ব্যাটসম্যান অনেক সাবধানী হয়ে যায়, আর তখনই আমাদের মতো বোলারদের উইকেট নেওয়ার সুযোগ তৈরি হয়। সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার আর অনেক অভিজ্ঞ। সুখবর হচ্ছে সামনের সিরিজেই তিনি আমাদের সাথে যোগ দিবেন।’

 

টিভিতে দেখুন
অ্যাশেজ সিরিজ (৩য় টেস্ট, ৩য় দিন)
সরাসরি : সনি সিক্স, বিকেল ৪টা
উইন্ডিজ-ভারত (১ম টেস্ট, ৩য় দিন)
সরাসরি : সনি টেন ১/টেন ক্রিকেট, সন্ধ্যা সাড়ে ৭টা
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড (২য় টেস্ট, ৩য় দিন)
সরাসরি : সনি ইএসপিএন, সকাল সোয়া ১০টা
প্রিমিয়ার লিগ
নরিচ সিটি-চেলসি, বিকেল সাড়ে ৫টা
ম্যান ইউ-ক্রিস্টাল প্যালেস, রাত ৮টা
লিভারপুল-আর্সেনাল, রাত সাড়ে ১০টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
এইবার-ওসাসুনা, রাত ৯টা
রিয়াল মাদ্রিদ-ভায়াদলিদ, রাত ১১টা
সেল্টা ভিগো-ভ্যালেন্সিয়া, রাত ১টা
গেটাফে-অ্যাথ. বিলবাও, রাত ১টা
সরাসরি : ফেসবুক লাইভ
সেরি আ
পার্মা-জুভেন্টাস, রাত ১০টা
ফিওরেন্তিনা-নাপোলি, রাত পৌনে ১টা
সরাসরি : সনি টেন ২
বুন্দেসলিগা
শালকে-বায়ার্ন, রাত সোয়া ১০টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট ২
রেস : মোটো জিপি
সরাসরি : সনি টেন ২, বিকেল সাড়ে ৫টা
প্রিমিয়ার কাবাডি লিগ
সরাসরি : স্টার স্পোর্টস ১, রাত ৮টা
ব্যাডমিন্টন : ওয়ার্ল্ড ট্যুর
সরাসরি : স্টার স্পোর্টস ১, রাত সাড়ে ১০টা



 

Show all comments
  • মিছিল রিয়াসাত ২৪ আগস্ট, ২০১৯, ১:৩১ এএম says : 0
    অথচ এই তাইজুল ওয়ানডেতে সুযোগ পায় না।
    Total Reply(0) Reply
  • Rawnak Mustafa ২৪ আগস্ট, ২০১৯, ১:৩১ এএম says : 0
    সাকিব কি খেলবে এই টেস্টে ? ও না খেললে জেতার কোনই সম্ভাবনা নাই।
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ২৪ আগস্ট, ২০১৯, ১:৩৩ এএম says : 0
    ঠিক, সাকিব না থাকলে কতটা আশাবাদী হওয়া যায় ভাবছি
    Total Reply(0) Reply
  • তাইজুল ২৪ আগস্ট, ২০১৯, ১:৩৩ এএম says : 0
    শুভ কামনা
    Total Reply(0) Reply
  • সোহেল নবী ২৪ আগস্ট, ২০১৯, ২:৩৮ পিএম says : 0
    টেষ্ট ক্রিকেটের জন্য সাকিবের পরেই তাইজুল সেরা।
    Total Reply(0) Reply
  • Sumon ২৫ আগস্ট, ২০১৯, ৮:০৮ এএম says : 0
    I hope that bangladesh will win the match against afganistan.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ