২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
সৌন্দর্য-পিপাসুদের জন্য সুখবর হলো- মেছতা আজ আর কোন সমস্যা নয়। কসমেটিক সার্জারি ‘লেজার’ মাত্র কয়েক সেশন চিকিৎসায় সকল ধরনের মেছতা সফলভাবে নির্মূল করতে সক্ষম।
মেছতা কি : মেছতা হলো- মুখ ও ঘাড় তথা সূর্যরশ্মির স্পর্শ-জনিত ত্বকে কালো কালো দাগের ছোপ।
মেছতার ধরন :
(১) ক্লিনিক্যাল : * সেন্ট্রো-ফ্যাসিয়াল * ম্যালার * ম্যানডিবিওলার
(২) হিসটোলজিক্যাল : * এপিডারমাল * ডারমাল * মিক্সড ।
(৩) কারণভিত্তিক : * মেছতা ইডিওপ্যাথিকা- কারণ জানা নেই।
* মেছতা জেনেটিকা- উত্তরাধিকার সূত্রে হয়।
* মেছতা একটিনিকা- অতিবেগুনী সূর্যরশ্মির জন্য হয়।
* মেছতা কসমেটিকা- বিশেষ কসমেটিক ব্যবহারে হয়।
* মেছতা কন্ট্রাসেপটিভা- জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবনে হয়।
* মেছতা গ্রেভিডেরাশ- গর্ভবতী মহিলাদের হয়।
* মেছতা মনোপজাল- মহিলাদের মেনোপজ অবস্থায় হয়।
* মেছতা এন্ডোক্রাইনো প্যাথিকা- থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতায় দেখা দেয়।
* মেছতা আয়াট্রোজেনেটিকা- বিশেষ কিছু ওষুধ সেবনে দেখা দেয়।
* মেছতা হেপাটিকা- লিভারের ক্রণিক রোগে হয়।
* মেছতা ইমিউনোলজিক্যাল- দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে হয়।
সর্বাধুনিক কসমেটিক সার্জারি : লেজার, এটি বর্তমাণ বিশ্বের সর্বাধুনিক কসমেটিক সার্জারি। যেটি তার নিজস্ব আলোকরশ্মির মাধ্যমে কোন পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র কয়েক সেশন চিকিৎসায় সব ধরনের মেছতা স্থায়ীভাবে নির্মূল করতে সক্ষম।
মনে রাখবেন, লেজার আজকের আধুনিক কসমেটিক জগতে এক নব-জাগরণ সৃষ্টি করেছে। যেন শ্লিপীর তুলির আঁচড়ে এক অ™ু¢ত কারূকার্য।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স)
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯৯০০০০১৯১।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।